Dhaka 5:46 pm, Monday, 17 March 2025

ট্রাফিক পুলিশকে মারধরের হুমকি, ছাত্রদল নেতা আটক

আটক ফ্রান্স শাখা ছাত্রদলের সভাপতি ফজলুল করিম শামীম

মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি এবং সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে ফ্রান্স শাখা ছাত্রদলের সভাপতি ফজলুল করিম শামীমকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এই ঘটনা ঘটে।পুলিশ জানান, রোববার বিকেলে শহরের উত্তরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। ফজলুল করিম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ সদস্য শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন।

এ সময় আশপাশের দোকানদার ও পথচারীরা বিষয়টি দেখতে পেলেও শামীম প্রকাশ্যে পুলিশ সদস্যকে দেখে নেয়ার হুমকি দিতে থাকেন। ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের সঙ্গেও অশালীন আচরণ করতে থাকে। পরে শামীম মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন, যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে, শামীমের আচরণ উগ্র হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘ফজলুল করিম শামীম ফ্রান্স শাখা ছাত্রদলের সভাপতি। ঘটনাটি ইফতারের আগ মুহূর্তে ঘটেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। দলীয়ভাবে আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তারেক রহমানের নির্দেশনা এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনা অনুসরণ করে আমরা যথাযথ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (এডমিন) আব্দুল হামিদ বলেন, ‘শহরের যানজট নিরসনে শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। বিকেলে শামীম ওয়ান-ওয়ের নিয়ম ভেঙে রিকশা নিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশ তাকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের কাজে বাধা ও হুমকি দেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজকে তাকে আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ট্রাফিক পুলিশকে মারধরের হুমকি, ছাত্রদল নেতা আটক

Update Time : 01:23:21 pm, Monday, 17 March 2025

মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি এবং সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে ফ্রান্স শাখা ছাত্রদলের সভাপতি ফজলুল করিম শামীমকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এই ঘটনা ঘটে।পুলিশ জানান, রোববার বিকেলে শহরের উত্তরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। ফজলুল করিম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ সদস্য শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন।

এ সময় আশপাশের দোকানদার ও পথচারীরা বিষয়টি দেখতে পেলেও শামীম প্রকাশ্যে পুলিশ সদস্যকে দেখে নেয়ার হুমকি দিতে থাকেন। ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের সঙ্গেও অশালীন আচরণ করতে থাকে। পরে শামীম মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন, যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে, শামীমের আচরণ উগ্র হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘ফজলুল করিম শামীম ফ্রান্স শাখা ছাত্রদলের সভাপতি। ঘটনাটি ইফতারের আগ মুহূর্তে ঘটেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। দলীয়ভাবে আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তারেক রহমানের নির্দেশনা এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনা অনুসরণ করে আমরা যথাযথ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (এডমিন) আব্দুল হামিদ বলেন, ‘শহরের যানজট নিরসনে শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। বিকেলে শামীম ওয়ান-ওয়ের নিয়ম ভেঙে রিকশা নিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশ তাকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের কাজে বাধা ও হুমকি দেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজকে তাকে আদালতে পাঠানো হবে।