
দোহার উপজেলার মাহমুদপুর ইউপি চেয়ারম্যান ও মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলীকে আটক করেছে দোহার থানা পুলিশ। পরে ওই থানার একটি রাজনৈতিক মামলায় জামিনে থাকায় তাকে নবাবগঞ্জ থানার আরেকটি মামলার অজ্ঞাত আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে দোহারের কার্তিক বাজার এলাকা থেকে তাকে আটক করে দোহার থানার পুলিশ। পারিবারিক সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী একজন বীর মুক্তিযোদ্ধা।তার বয়স (৭৫)। দোহার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা ঘটনায় গত বছরের ২৫ আগস্ট একটি মামলা হয়। সেই মামলা তাকে এজাহার নামীয় আসামি করলে তিনি আদালত থেকে জামিন নেয় গত ২৪ ফেব্রুয়ারি। এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করেন।
দুদিন আগে নিজ বাড়ি দোহারের মাহমুদপুরের চর হোসেনপুর আসেন। শুক্রবার দুপুরে বাজারের দিকে গেলে তাকে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এস আই জুবাইদুল হক আটক করে দোহার থানায় নিয়ে যায়। পরে ওই থানার মামলায় আদালতের জামিনের কাগজপত্র দেখালে তাকে নবাবগঞ্জে প্রেরণ করে।ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর পূত্রবধু আখি আক্তার বলেন, তার শ্বশুর অসুস্থ।তিনি একজন মুক্তিযোদ্ধা। নবাবগঞ্জে কোনো মামলায় তার নাম নেই। তারপরেও পুলিশ তাকে স্বাধীনতার মাসে হয়রানি করতেই গ্রেপ্তার করেছে। একজন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে আমরা ন্যায় বিচার চাই।এ বিষয়ে দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, তিনি কিছু জানেন না।কোনো ঘটনায় জড়িত থাকার কারণেই হয়তো তাকে গ্রেপ্তার করা হয়েছে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, নবাবগঞ্জে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।