Dhaka 1:32 pm, Saturday, 15 March 2025

সকালে কলম্বোয় সেঞ্চুরি, সন্ধ্যায় দুবাইয়ে শানাকা

অসাধ্যকে সাধন

ক্রিকেটের এই বিশ্বায়নের যুগে কে কোথায় কখন খেলছেন, মনে রাখাই মুশকিল! আজ এই লিগে তো কাল আরেক লিগে।তাই বলে একই দিনে ভিন্ন সংস্করণের দুটি টুর্নামেন্টে খেলা, সেটাও ৩ হাজার ৩০৯ কিলোমিটার দূরত্বের দুটি শহরে—ব্যাপারটি অবিশ্বাস্য তো বটেই, বিরলও। কিন্তু এই অসাধ্যকে সাধন করেছেন দাসুন শানাকা।

শ্রীলঙ্কার অলরাউন্ডার শানাকা গতকাল রোববার সকালে কলম্বোর পি. সারা ওভালে দেশটির প্রথম শ্রেণির প্রতিযোগিতা মেজর লিগ টুর্নামেন্টে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে করেছেন সেঞ্চুরি। এরপর সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছে আইএলটি২০-এর ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন ১২ বলে ৩৪ রানের ইনিংস।

কাল মুরস-সিংহলিজ দুই দলই নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও শানাকা ওই সময় সেখানে ছিলেন না। কলম্বোর স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ম্যাচটি শেষ হয়। এর ঘণ্টাখানেক পর দুবাই পৌঁছেই আইএলটি২০-তে খেলতে নামেন। সুনীল নারাইন-গুড়াকেশ মোতি-ডেভিড উইলিদের নিয়ে গড়া আবুধাবি নাইট রাইডার্সের বোলিং আক্রমণের বিপক্ষে ৪ চার ও ২ ছক্কায় ১২ বলে ৩৪ রান করেন শানাকা।

শেষ দিকে শানাকার বিধ্বংসী ব্যাটিংয়েই দুবাই ক্যাপিটালস আবুধাবি নাইট রাইডার্সকে ২১৮ রানের লক্ষ্য দিতে পারে। ম্যাচটি শেষ পর্যন্ত ২৬ রানে জিতে প্লে-অফ পর্বে জায়গা করে নেয় দুবাই; আর বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন আবুধাবিকে বিদায় নিতে হয় লিগ পর্ব থেকে।দাসুন শানাকা ৩ হাজার ৩০৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গতকাল যা করেছেন, তা এককথায় অবিশ্বাস্য!

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সকালে কলম্বোয় সেঞ্চুরি, সন্ধ্যায় দুবাইয়ে শানাকা

Update Time : 04:44:07 pm, Monday, 3 February 2025

ক্রিকেটের এই বিশ্বায়নের যুগে কে কোথায় কখন খেলছেন, মনে রাখাই মুশকিল! আজ এই লিগে তো কাল আরেক লিগে।তাই বলে একই দিনে ভিন্ন সংস্করণের দুটি টুর্নামেন্টে খেলা, সেটাও ৩ হাজার ৩০৯ কিলোমিটার দূরত্বের দুটি শহরে—ব্যাপারটি অবিশ্বাস্য তো বটেই, বিরলও। কিন্তু এই অসাধ্যকে সাধন করেছেন দাসুন শানাকা।

শ্রীলঙ্কার অলরাউন্ডার শানাকা গতকাল রোববার সকালে কলম্বোর পি. সারা ওভালে দেশটির প্রথম শ্রেণির প্রতিযোগিতা মেজর লিগ টুর্নামেন্টে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে করেছেন সেঞ্চুরি। এরপর সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছে আইএলটি২০-এর ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন ১২ বলে ৩৪ রানের ইনিংস।

কাল মুরস-সিংহলিজ দুই দলই নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও শানাকা ওই সময় সেখানে ছিলেন না। কলম্বোর স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ম্যাচটি শেষ হয়। এর ঘণ্টাখানেক পর দুবাই পৌঁছেই আইএলটি২০-তে খেলতে নামেন। সুনীল নারাইন-গুড়াকেশ মোতি-ডেভিড উইলিদের নিয়ে গড়া আবুধাবি নাইট রাইডার্সের বোলিং আক্রমণের বিপক্ষে ৪ চার ও ২ ছক্কায় ১২ বলে ৩৪ রান করেন শানাকা।

শেষ দিকে শানাকার বিধ্বংসী ব্যাটিংয়েই দুবাই ক্যাপিটালস আবুধাবি নাইট রাইডার্সকে ২১৮ রানের লক্ষ্য দিতে পারে। ম্যাচটি শেষ পর্যন্ত ২৬ রানে জিতে প্লে-অফ পর্বে জায়গা করে নেয় দুবাই; আর বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন আবুধাবিকে বিদায় নিতে হয় লিগ পর্ব থেকে।দাসুন শানাকা ৩ হাজার ৩০৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গতকাল যা করেছেন, তা এককথায় অবিশ্বাস্য!