
বহুমুখী নীতি সুবিধা দিয়ে লুটপাটের কারণে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ কারণে আরও কয়েকটি ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তা দিচ্ছে। এবার আরও দুটি দুর্বল ব্যাংককে সংকট মোকাবিলায় ছাপানো টাকায় তারল্যের জোগান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে। যা ছাপানো টাকা।এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংককে ১ হাজার ৫০০ কোটি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই তাদের এসব অর্থ দেওয়া হতে পারে। সূত্র জানায়, চলমান রোজা ও আসন্ন ঈদের কারণে গ্রাহকদের নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। কিন্তু কয়েকটি ব্যাংক তারল্য সংকটের কারণে গ্রাহকদের টাকা দিতে পারছে না। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক দখল করে ব্যাপক লুটপাট করার কারণে বেশ কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে পড়েছে।এই দুর্বলতা কাটাতে গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হলে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়। প্রথমে দুর্বল ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে আন্তঃব্যাংক থেকে ধারের সুযোগ দেওয়া হয়। এতে সুদের হার বেশি হওয়ায় ব্যাংকগুলো ধার নিয়ে সংকট মোকাবিলা করতে পারেনি।