পদ্ধতিতে বিতরণে বর্তমানে ক্যাশ আউট চার্জ ০.৭০ শতাংশ যৌক্তিক পর্যায়ে হ্রাসের প্রস্তাব করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ মার্চ অর্থ বিভাগের অতিরিক্ত সচিবের (বাজেট-১) সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসব সিদ্ধান্তের মধ্যে উপকারভোগী নিজে এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংক নির্বাচন করবেন।তবে এর আগে সম্পাদিত চুক্তির ক্ষেত্রে বিদ্যমান হার জুন পর্যন্ত কার্যকর থাকবে। আগামী ১ জুলাই থেকে নতুন হার কার্যকর করতে সম্মত হয়। এই বিতরণের ক্ষেত্রে সবাই অভিন্ন ক্যাশ আউট চার্জ অনুসরণ করবে। সরকারের দেওয়া নগদ অর্থ ক্যাশ আউট চার্জসহ একসঙ্গে পাঠাতে হবে। নগদ অর্থ বিতরণের ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো উপকারভোগীর ওপর কোনোরূপ চার্জ আরোপ করতে পারবে না।
