
টাঙ্গাইলে আমেরিকান ডলার দেয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে এনে এক ব্যবসায়ির দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে জাল ডলার প্রতারক চক্র। বুধবার (১৯ মার্চ) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডলার প্রতারণা চক্রের একজনকে আটক করেছে পুলিশ।জানা যায়, সিলেট পৌর শহরের বাসিন্দা ডলার ব্যবসায়ী সৈয়দ ফেরদৌসের সাথে সম্প্রতি পরিচয় হয় ডলার প্রতারক চক্রের একজনের সঙ্গে। পরে তার কথা মতো মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইলে আসেন।
এ সময় ওই ব্যবসায়িকে কিছু আমেরিকান ডলার দেয় এক প্রতারক। পরে জাল ডলারের একটি বড় বান্ডিল দেখিয়ে তাকে একটি ব্যাগ দেয়া হয়।এ সময় ওই ব্যাবসায়ি ডলার দেখতে চাইলে ওই প্রতারকের সাথে বাকবিতন্ডা পরে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির এক সদস্যের সহায়তায় একজনকে আটক করে পুলিশ। অপর একজন দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিক জানায়, দুপুরে ডিউটি পালন করার সময় এক জাল ডলার প্রতারককে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।টাঙ্গাইল সদর থানার এসআই মো. শাহাদত জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ সময় একটি ব্যাগে জাল ডলারের একটি বড় বান্ডিল ও আমেরিকারন ২১৯ ডলার উদ্ধার করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।