
নারী ফুটবলে সংকট চলছে। কোচের সঙ্গে বিদ্রোহ করে অনুশীলন বয়কট করে চলছেন ১৮ নারী ফুটবলার। যাদের মধ্যে ১৬ জন সাফ জয়ী দলের সদস্য। এই সংকট নিরসনে উদ্যেগী হয়েও সমাধান করতে পারছেন না বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এসব আলোচনা সমালোচনার মাঝেই হঠাৎ করে পুরুষ জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। ক্যাম্প শুরুর ২১দিন আগে সোমবার রাতে ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক দলে সুযোগ হয়নি চলতি মৌসুমে দুর্দান্ত খেলা নাবিব নেওয়াজ জীবন, মানিক মোল্লার।তার আগে ফুটবলারদের খেলার মধ্যে রাখতে বাংলাদেশ প্রিমিয়ার লীগের এক বা দুই রাউন্ডের খেলা রাখতে অনুরোধ করেছিলেন এই স্প্যানিশ কোচ।
আগামী ২১ ও ২২শে ফেব্রুয়ারি দুই দিনে অনুষ্ঠিত হবে দশম রাউন্ডের খেলা। ধারণা করা হয়েছিল ওই দশম রাউন্ডের খেলা দেখেই প্রাথমিক দল দেবেন কাবরেরা। কিন্তু তিনি সেটা না করে দেশে বসেই ৩৮ সদস্যের প্রাথমিক দল দিলেন। ধারণা কারা যাচ্ছে নারী ফুটবলের সংকটকে আড়ালে ফেলতেই এতো আগে দল দিয়েছে বাফুফে। প্রথম পর্বে তিনি গোল করেছেন ৫টি, যা বসুন্ধরা কিংসের রাকিব হোসেনের সমানইনজুরির কারণে চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৭৩ মিনিট খেলার সুযোগ পেয়েছেন মোরসালিন। গুঞ্জন আছে এখনো ইনজুরি মুক্ত হননি এই উইংগার। অথচ তাকে দলে নিয়েছেন কাবরেরা। আর ফিনল্যান্ডে মিলিটারি ট্রেনিং শেষে সবে কিংসে যোগ দিয়েছেন তারিক কাজী। বদলি হিসেবে একটি মাত্র ম্যাচে সুযোগ হয়েছে তার। রফিকুল, চন্দন রায়ের পারফরমেন্সও সন্তোষজনক নয়। দলবদলের জটিলতায় প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম লেগে খেলেননি ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ খেলা দুটি ম্যাচেও ছিলেন না জাতীয় দলের অধিনায়ক।