
কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, কর দিয়ে কেউ দেউলিয়া হয়েছে বলে শুনি নাই। কর তো আয়ের ওপর দেয়, ব্যয়ের ওপর নয়। তাহলে কর দিতে সমস্যা কোথায়।
রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। এদিন পেশাজীবী সংগঠন আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম নেতারা অংশ নেন।আলোচনায় জমির মৌজা মূল্য হালনাগাদকরণ প্রসঙ্গে আইসিএবির পক্ষ থেকে স্নেহাশিস বড়ুয়া বলেন, বর্তমানে ভূমির ও ফ্ল্যাটের বাজার মূল্যের তুলনায় মৌজা মূল্য কম হওয়ায় অপ্রদর্শিত অর্থের সৃষ্টি হচ্ছে। অপরদিকে অনেকাংশেই নিম্ন মৌজা মূল্যের ফলশ্রুতিতে ক্রেতাদের প্রকৃত আয়ের উৎস আয়কর রিটার্নে প্রদর্শিত হচ্ছে না। ফলে এনবিআর সারচার্জসহ অন্যান্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, জমির প্রকৃত মূল্য মৌজায় নিয়ে আসার পক্ষে। তবে সমস্যা হচ্ছে জমি রেজিস্ট্রেশন খরচ অনেক বেড়ে যাবে। যেসব বড় বড় প্রকল্প অতীতে হয়েছে, সেগুলোতো বাংলাদেশেই হয়েছে। তাদের কাছ থেকে কেবল উৎসে কর্তনের টাকা নিয়ে আমরা খুশি। আমাদের কি কেবল উৎসে কর্তনের টাকা নিয়ে খুশি থাকা উচিত? নাকি তাদের আয়ের ওপর কর আদায় করা উচিত? এটা আইনের সমস্যা নয়। এটা বাস্তবায়নের সমস্যা।