
গ্রেট বৃটেনের ১৬০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব আফগানদের বয়কটের ডাক দিয়েছিলেন। তারা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে সম্মত হয়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আফগানিস্তানের বিপক্ষে খেলতে দেখা যাবে জস বাটলারের ইংল্যান্ডকে। ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকেই দেশটির মেয়েদের ক্রিকেট নিষিদ্ধ করা হয়। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে খেলতে আপত্তি না জানালেও আফগানদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। কিছুদিন আগে আফগানিস্তানের তালেবান শাসনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন ইংল্যান্ডের রাজনীতিবিদরা। তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিপক্ষে খেলতে বারণ করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তান।
ফলে গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে খেলতেই হতো জস বাটলার-জফরা আরচারদের। এই ম্যাচ অবশ্য বয়কট করতে ইসিবি’র কাছে চিঠি দেন ১৬০ জনের মতো বৃটিশ রাজনীতিবিদ। সেই চিঠির প্রস্তাবকে উড়িয়ে দিলো ইসিবি।