
ঈদ যাত্রার জন্য নাটোরের ওয়ার্কশপগুলোতে চলছে ফিটনেসবিহীন বাসের মেরামতের কাজ। ২০ রোজার মধ্যে এইসব যানবহন নতুন রূপ সরবরাহ করা হবে। এই সময়টা ব্যস্ত সময় পার করছেন ওয়ার্কশপগুলোর শ্রমিকরা। সচেতন যাত্রীরা ঈদে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন। তবে হাইওয়ে পুলিশ ও বিআরটিএ দাবি করেছে যে, ঈদ যাত্রা নিরাপদ করতে তারা পদক্ষেপ নিবে।
নাটোর শহরতলীর হরিশপুর এলাকার বিভিন্ন ওয়ার্কশপে অন্তত ১০০টি যাত্রীবাহী বাস মেরামত করা হচ্ছে। মেরামত করা অধিকাংশ যানবহনের ফিটনেস নেই। ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যাত্রী পরিবহন করতে ২০ রোজার মধ্যে মেরামত করে বাসগুলো মালিকদের কাছে সরবরাহ করার নির্দেশনা রয়েছে।পুরানো বাসের পাশাপাশি দুর্ঘটনা কবলিত বাসও মেরামত করা হচ্ছে। ঈদে যাত্রীদের চাপ থাকায় বাস মালিকরা ২০ রোজার মধ্যেই বাসগুলো সরবরাহ করতে চেয়েছেন।
নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষণ জানান, প্রায় এক লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নাটোরে ঈদ করতে আসেন। ঈদে নাটোরে আসা মানুষের যাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন বাস না চালাতে বাস মালিকদের নির্দেশ দেয়া হয়েছে। ঈদ যাত্রা নিরাপদ করতে নাটোর জেলার মহাসড়কগুলোতে চেকপোস্ট বসানো হবে। চেকপোস্টে ফিটনেসবিহীন বাস পাওয়া গেলে তা জব্দ করা হবে।স্থানীয় জেলা প্রশাসনের সহায়তায় বিআরটিএ ঈদের ১৫ দিন আগে থেকে ১ মাস ধরে অভিযান চালাবে।