
রাজধানীর কাফরুলে একটি বাসায় চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ ঘটনায় জড়িত চোরকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুছা জমাদ্দার (৪২)। গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া নয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কাফরুল থানা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া ৩৫১/বি নং বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উক্ত বাসায় বসবাসকারী চম্পা বেগম বাদী হয়ে কাফরুল থানায় একটি চুরি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন বাসার আলমারির ড্রয়ার ভেঙ্গে ৩১ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালংকার, একটি ডায়মন্ডের কানের দুল ও ৪০ হাজার সৌদি রিয়াল চুরি হয়েছে। চুরি হওয়া অলংকার ও বৈদেশিক মুদ্রার আনুমানিক মূল্য ৫৯ লক্ষ ৪০ হাজার টাকা।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মুছা জমাদ্দারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি ২০২৫) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়নের ফুরশারাইল গ্রামের একটি বাসার খাটের নিচ থেকে চুরি হওয়া নয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।