
বসুন্ধরা কিংসের আগ্রাসী ফুটবলের সামনে অনুমিতভাবেই খেই হারাল তলানির দল ঢাকা ওয়ান্ডারার্স। তাদের জালের একে একে পাঁচ গোল করে গ্রুপ পর্বের সেরা হয়ে ফেডারেশন কাপের পরের ধাপে উঠল বসুন্ধরা কিংস।ফেডারেশন কাপের এবারের আসরের ফাইনালে ওঠার কোয়ালিফিকেশন রাউন্ডে কিংসের সঙ্গী হয়েছে ব্রাদার্স ইউনিয়নও। কপাল পুড়েছে ফর্টিস এফসির। ব্রাদার্সের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে থেকে ছিটকে গেছে তারা।
এ গ্রুপের নিজেদের শেষ ম্যাচ মঙ্গলবার খেলতে নামে চার দল। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দেয় কিংস। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সাথে গোলশূন্য ড্র করে ব্রাদার্স।
৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা কিংস। ফর্টিসের সমান ৭ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের রানার্সআপ হয়েছে ব্রাদার্স। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ফর্টিস, পুলিশ এফসি ও ওয়ান্ডারার্স। এদের মধ্যে ফর্টিসের হতাশা একটু বেশিই। গ্রুপ পর্বে কিংসকে ২-০ গোলে হারিয়ে সেরা চমকটি উপহার দিয়েছিল তারাই! শেষ ম্যাচে এসে ওয়ান্ডারার্স চমক দেখানো তো দূর অস্ত, সপ্তদশ মিনিটে তালগোল পাকিয়ে গোল হজম করে তারা।