Dhaka 11:05 pm, Tuesday, 20 May 2025

ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩০ই জুন। নতুন চুক্তি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো বার্তা পাওয়া যায়নি। তবে এর মধ্যে সামনে এসেছে সি আর সেভেনের ক্লাব বদলানোর গুঞ্জনও।  স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের একটি ক্লাবের থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন রোনালদো। যদিও কোন ক্লাবের কাছ থেকে রোনালদো এই প্রস্তাব পেয়েছেন তা উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।

একইদিকে রোনালদোর ব্রাজিলের ক্লাবে যোগ দেয়া নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া। এরই মধ্যে রোনালদোর ব্রাজিলে যাওয়া নিয়ে কথা বলেছেন বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া।তিনি বলেন, যদি তিনি (রোনালদো) আসেন, আমি তো তার মতো তারকাকে না বলতে পারব না। আমি আসলে কিছু জানি না। আমি শুধু প্রশ্নের উত্তরটা দিলাম। তবে সব কোচই সেরাটা চায়। রোনালদো এই বয়সেও গোলমেশিন।

যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, তিনি সেখানে ভালো করবেন।’ এবার ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নেয়ার সুযোগ পেয়েছে চারটি ক্লাব। যেখানে ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো এবং পালমেইরাসের সঙ্গে আছে বোতাফোগোও। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ই জুন শুরু হবে টুর্নামেন্টটি এবং শেষ হবে ১৩ই জুলাই। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩০ই জুন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রোনালদো

Update Time : 04:41:29 pm, Tuesday, 20 May 2025

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩০ই জুন। নতুন চুক্তি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো বার্তা পাওয়া যায়নি। তবে এর মধ্যে সামনে এসেছে সি আর সেভেনের ক্লাব বদলানোর গুঞ্জনও।  স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের একটি ক্লাবের থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন রোনালদো। যদিও কোন ক্লাবের কাছ থেকে রোনালদো এই প্রস্তাব পেয়েছেন তা উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।

একইদিকে রোনালদোর ব্রাজিলের ক্লাবে যোগ দেয়া নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া। এরই মধ্যে রোনালদোর ব্রাজিলে যাওয়া নিয়ে কথা বলেছেন বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া।তিনি বলেন, যদি তিনি (রোনালদো) আসেন, আমি তো তার মতো তারকাকে না বলতে পারব না। আমি আসলে কিছু জানি না। আমি শুধু প্রশ্নের উত্তরটা দিলাম। তবে সব কোচই সেরাটা চায়। রোনালদো এই বয়সেও গোলমেশিন।

যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, তিনি সেখানে ভালো করবেন।’ এবার ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নেয়ার সুযোগ পেয়েছে চারটি ক্লাব। যেখানে ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো এবং পালমেইরাসের সঙ্গে আছে বোতাফোগোও। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ই জুন শুরু হবে টুর্নামেন্টটি এবং শেষ হবে ১৩ই জুলাই। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩০ই জুন।