
বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে আগামীকাল (বুধবার) ভোরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। যা নিয়ে আগেভাগেই হুমকি দিয়ে রেখেছেন সেলেসাও ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। তবে দেশ দুটির খেলোয়াড়দের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তার জবাবটা ঠিক সেভাবে চাননি আলবিলেস্তে কোচ লিওনেল স্কালোনি। তবে পরোক্ষভাবে তিনিও হুঁশিয়ারি দিয়েছেন। দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যানটা অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে।
বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের মধ্যে কোনোটিতেই জেতেনি ব্রাজিল। ৩টিতে হেরেছে, অবশিষ্ট ম্যাচ হয়েছে ড্র। ২০১৯ সালের জুলাইয়ে সর্বশেষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পেরেছে। ফলে স্কালোনির দলের বর্তমান পারফরম্যান্সের গ্রাফটা কতটা উঁচুতে সেটা অনুমান করাই যায়। স্কালোনির অধীনে গত কোপা আমেরিকা এবং বিশ্বকাপের পর ২০২৪ সালের কোপায়ও জিতেছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়েও তাদের অবস্থান শীর্ষে।
এই ম্যাচে আর্জেন্টিনা ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আতিথ্য দেবে দরিভাল জুনিয়রের দলকে। রোমাঞ্চকর এই ক্লাসিকো ম্যাচ বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে। উভয় দলের একাদশেই রয়েছে বেশ কয়েকটি চোটের ধাক্কা, এ ছাড়াও আছে হলুদ কার্ডের ফাঁড়া। ফলে ব্রাজিল-আর্জেন্টিনার শুরুর একাদশে যে পরিবর্তন আসছে সেটা সহজেই অনুমেয়। স্কালোনি-দরিভাল উভয় কোচই সেই ইঙ্গিত দিয়েছেন। সেলেসাওদের ৬টি এবং আর্জেন্টিনা ২টি পরিবর্তন আনতে পারে একাদশে।