
মাঝে কিছুদিন সাকিব আল হাসানের পরিচয়টা ছিল শুধুমাত্র ‘ব্যাটার’। এবার পুরনো রূপে ফিরলেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার। যেকোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে বাধা নেই সাকিবের। অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল।সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গত সেপ্টেম্বরে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাকিব আল হাসান। খবরটি সেই সময় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
কেননা এর আগে বয়সভিত্তিক ক্রিকেট থেকে এতদূরের পথ পাড়িতে কখনওই এমন অভিযোগ ওঠেনি বাঁহাতি এই বোলারের বিরুদ্ধে। এরপর এই লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন সাকিব আল হাসান। ভারতের চেন্নাইয়ে পরের পরীক্ষা দিয়েও একই ফল পান সাকিব। পরে বিসিবি’র একটি সূত্র জানায় যে চেন্নাইয়ের পরীক্ষায় আসা ফলাফলে কারিগরি ত্রুটি থাকতে পারে। তাই আবারও দ্বিতীয় পরীক্ষায় সুযোগ পাবেন সাকিব। এবার সেই লাফবোরোতে ফিরে গিয়ে মুক্তি মিললো সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সারের হয়ে ম্যাচটি খেলার পর ওই মাসেই ভারত সফরে দু’টি টেস্ট খেলেন তিনি। নভেম্বরে আবুধাবি টি-টেন ক্রিকেট লীগে ৭ ম্যাচ খেলেন বাংলা টাইগার্সের হয়ে। পরে শ্রীলঙ্কাতেও খেলেও টি-টেন লীগে। এই টুর্নামেন্ট চলাকালীনই নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে তার ওপর। পরে টুর্নামেন্টে খেলেন শুধু ব্যাটার হিসেবে। এরপর আর কোনও স্বীকৃত ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে।