Dhaka 6:17 am, Monday, 26 May 2025

৫ দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ’ বইমেলা শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ১৮-২২ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। গত বছরে ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহিদ হওয়া আবু সাঈদের স্মরণে উৎসর্গ করা হয়েছে এই বইমেলা।বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এ বইমেলা স্বাধীনতা স্মারক মাঠে আয়োজন করা হচ্ছে।রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য জানান, শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম। শহিদ আবু সাঈদ বেরোবির ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।ড. শওকাত জানান, এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ আলোচক হিসেবে অংশ নেবেন।উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে।  এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নেবে।এসময় সংবাদ সম্মেলনে শহিদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামানিক, সদস্য সচিব প্রফেসর ড. মো. শাহ্জামান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

৫ দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ’ বইমেলা শুরু

Update Time : 03:25:58 pm, Monday, 17 February 2025

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ১৮-২২ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। গত বছরে ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহিদ হওয়া আবু সাঈদের স্মরণে উৎসর্গ করা হয়েছে এই বইমেলা।বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এ বইমেলা স্বাধীনতা স্মারক মাঠে আয়োজন করা হচ্ছে।রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য জানান, শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম। শহিদ আবু সাঈদ বেরোবির ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।ড. শওকাত জানান, এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ আলোচক হিসেবে অংশ নেবেন।উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে।  এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নেবে।এসময় সংবাদ সম্মেলনে শহিদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামানিক, সদস্য সচিব প্রফেসর ড. মো. শাহ্জামান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।