
সিরাজগঞ্জের সয়দাবাদে যমুনা নদী থেকে তানভীর হোসেন (২৪) নামে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় যমুনা সেতু সংলগ্ন দক্ষিণপাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানভীর হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সদরের বালিঘাটা বাজার এলাকার মৃত মঈন উদ্দিন তালুকদারের ছেলে। তিনি যমুনা নদীতে বৈদ্যুতিক পোল স্থাপনের কাজের দায়িত্বে বেসরকারি ভারতীয় সিমেনটেশন ডিপার্টমেন্ট (আইসিডি) কোম্পানির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।
সিরাজগঞ্জের নৌ পুলিশের ইন্সপেক্টর মো. আখতারুজ্জামান জানান, ‘রাত দেড়টার দিকে ওই ব্যক্তি তার কোম্পানির একটি ভাসমান ট্যাগবোর্ড থেকে আকস্মিক যমুনা নদীতে পড়ে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে পানির নিচে মরদেহ খুঁজে পাওয়া যায়। মরদেহটি উদ্ধারের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
যমুনা সেতু পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) জহুরুল হক জানান, ঘটনাটি জানলেও সকাল ৯টা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। অসাবধানবশত তিনি নদীতে পড়ে গেলেন, নাকি কেউ তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিলেন, বিষয়টি এখনও জানতে পারেনি পুলিশ। এ বিষয়ে খতিয়ে দেখা হবে।