
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লাশগুলো উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে, তারা হলেন জেলার বেলকুচি উপজেলার ওষুধ বিক্রেতা সুভাষ চন্দ্র ও তাঁতশ্রমিক আব্দুল মোমিন।পুলিশ জানায়, সোমবার সকালে রায়গঞ্জ উপজেলার নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তিকে মেরে ব্রিজের ওপর থেকে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।অপরদিকে, বেলকুচি উপজেলার বয়রাবাড়িতে নিজ বাড়িতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে ওষুধ ব্যাবসায়ি সুভাষ চন্দ্র। এছাড়া উপজেলার সাহাপুরে তাঁতশ্রমিক আব্দুল মমিন কাজ করার সময় অসাবধনতাবসত তাঁত কারখানার ড্রামের সুতা গলায় পেচিয়ে মারা যায়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।