Dhaka 6:18 pm, Thursday, 29 May 2025

নাটোরে প্রধান শিক্ষকের কক্ষে তালা, বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোরে প্রধান শিক্ষকের কক্ষে তালা: নাটকীয়তা শেষে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রায় ১২ ঘণ্টার নাটকীয়তার পর বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।জানা যায় সোমবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী ও তার সহযোগীরা। এ সময় তারা প্রধান শিক্ষকের কক্ষ থেকে আলমারির জরুরি কাগজপত্রও বের করে নেন।ঘটনার পর প্রধান শিক্ষক নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধ্যায় নাটোর সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে হযরত আলীসহ তার সহযোগী রুস্তম আলী, ওহিদুর রহমান ও মিজানুর রহমানকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে রাত ৮টার দিকে তাদের থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, রাতেই স্থানীয় বিএনপি-জামায়াত নেতাদের মধ্যস্থতায় আপস-মীমাংসার কথা বলে অভিযুক্তদের রাত ২টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনা তদন্ত করেন। তারা প্রধান শিক্ষককে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে এজাহার দায়েরের নির্দেশ দেন।

নতুন এজাহারের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে আবার থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। পরে রাতেই তাদের নলডাঙ্গা আমলি আদালতে সোপর্দ করা হয়।নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে আপসের ভিত্তিতে অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছিল। পরে প্রধান শিক্ষক নতুন এজাহার দিলে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, প্রথমে স্থানীয়দের অনুরোধে আপস করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শেষ পর্যন্ত আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নাটোরে প্রধান শিক্ষকের কক্ষে তালা, বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার

Update Time : 11:14:37 am, Wednesday, 28 May 2025

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রায় ১২ ঘণ্টার নাটকীয়তার পর বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।জানা যায় সোমবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী ও তার সহযোগীরা। এ সময় তারা প্রধান শিক্ষকের কক্ষ থেকে আলমারির জরুরি কাগজপত্রও বের করে নেন।ঘটনার পর প্রধান শিক্ষক নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধ্যায় নাটোর সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে হযরত আলীসহ তার সহযোগী রুস্তম আলী, ওহিদুর রহমান ও মিজানুর রহমানকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে রাত ৮টার দিকে তাদের থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, রাতেই স্থানীয় বিএনপি-জামায়াত নেতাদের মধ্যস্থতায় আপস-মীমাংসার কথা বলে অভিযুক্তদের রাত ২টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনা তদন্ত করেন। তারা প্রধান শিক্ষককে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে এজাহার দায়েরের নির্দেশ দেন।

নতুন এজাহারের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে আবার থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। পরে রাতেই তাদের নলডাঙ্গা আমলি আদালতে সোপর্দ করা হয়।নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে আপসের ভিত্তিতে অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছিল। পরে প্রধান শিক্ষক নতুন এজাহার দিলে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, প্রথমে স্থানীয়দের অনুরোধে আপস করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শেষ পর্যন্ত আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন তিনি।