Dhaka 9:03 pm, Sunday, 25 May 2025

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

বিএনপির একটি প্রতিনিধি দল দেশটিতে সফরে গেছে।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল দেশটিতে সফরে গেছে।রাতের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তারা। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা এ তথ্য গেছে।‘প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংলাপ’ শীর্ষক এই সম্মেলনটি ২৫ ও ২৬ মে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ প্রতিনিধি দলে রয়েছেন।বিএনপির এই প্রতিনিধি দল চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন।সম্মেলন শেষে প্রতিনিধি দলটি আগামী ৩১ মে পর্যন্ত বেইজিং ও ইউনান প্রদেশ সফর করবেন। সফরকালে তারা চীনা আধুনিকায়নের বিভিন্ন দিক ঘনিষ্ঠভাবে পরিদর্শনের সুযোগ পাবেন।এর আগে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধি দল দেশটি সফর করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

Update Time : 03:00:31 pm, Sunday, 25 May 2025

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল দেশটিতে সফরে গেছে।রাতের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তারা। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা এ তথ্য গেছে।‘প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংলাপ’ শীর্ষক এই সম্মেলনটি ২৫ ও ২৬ মে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ প্রতিনিধি দলে রয়েছেন।বিএনপির এই প্রতিনিধি দল চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন।সম্মেলন শেষে প্রতিনিধি দলটি আগামী ৩১ মে পর্যন্ত বেইজিং ও ইউনান প্রদেশ সফর করবেন। সফরকালে তারা চীনা আধুনিকায়নের বিভিন্ন দিক ঘনিষ্ঠভাবে পরিদর্শনের সুযোগ পাবেন।এর আগে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধি দল দেশটি সফর করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।