
পটুয়াখালীর বাউফলে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তারের পদত্যাগের এক দফা দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ১৯ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দশমিনা- বাউফল- বরিশাল আঞ্চলিক মহাসড়কের দাশপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন বিদ্যালয়ের শতাশিক শিক্ষার্থী। ঘন্টাব্যাপী এ অবরোধে যান চালাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর আশ্বাসে বিক্ষুব্দ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। গত কয়েক দিন ধরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আসছে শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের কাছে স্মারক লিপিও দিয়েছেন তারা।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে, সে সব অভিযোগের তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।