
ঈদের বাকি মাত্র কয়েকদিন। দীর্ঘদিন থেকেই চলছে ঈদ সিনেমা মুক্তির তোড়জোড়। দর্শকরাও অধির আগ্রহে বসে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ মুক্তির অপেক্ষায়। তবে ঈদ কাছাকাছি এলেও এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পায়নি সিনেমাটি। এদিকে শোবিজ পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে এবার ঈদে আসছে না শাকিবের নতুন এই সিনেমা। যদিও গতকাল সোমবার ‘বরবাদ’ জমা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনীর জন্য।
এরপর আরও এক দুঃসংবাদ পায় শাকিব ভক্তরা। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু সংশোধনী। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন বলেন, প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন। সেগুলো ঠিক করলে ফের দেখা হবে ছবিটি। জানা যায়, সংশোধন করে জমা দিলে আজকের মধ্যেই সেন্সরে আবার প্রদর্শক করে সার্টিফিকেট প্রদান করবে। জানা গেছে, ভায়োলেন্স এর দৃশ্যের জন্য ছবিটির ১০ মিনিট নিয়ে আপত্তি জানিয়েছেন সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এরইমধ্যে শাকিবভক্তসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা সার্টিফিকেশন বোর্ড এর এমন আপত্তির ঘোর সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নিয়ে চলছে আলোচনা।