
দেশের টি-টোয়েন্টির সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। ২০ ওভারের ফরম্যাটের জন্য ক্রিকেটার বেছে নিতে এই টুর্নামেন্টের দিকেই নজর থাকে নির্বাচকদের। বিশ্বের প্রায় সব দেশেই টি-টোয়েন্টি লীগ থেকেই জাতীয় দলে জায়গা করে নেন বেশির ভাগ ক্রিকেটার। বাংলাদেশে ঘটছে ব্যতিক্রম। সবশেষ বিপিএল ২০২৪-এর ম্যান অব দ্যা টুর্নামেন্ট মেহেদী হাসান মিরাজ। আসরের প্লে অফে খেলা দল খুলনা টাইগার্সের হয়ে ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান ও ১৩ উইকেট শিকার তার।
একই দলের হয়ে ১৪ ম্যাচে ব্যাট হাতে ৫১১ রান করে আসরের সর্বোচ্চ রানের মালিক নাঈম শেখ। কিন্তু সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি তাদের দু’জনের। আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা নাঈমকে দলে না রাখলেও আছেন পাঁচ ওপেনার।
এর মধ্যে তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ছাড়াও আছেন সৌম্য সরকার। নির্বাচকদের মতে অধিনায়ক লিটনকে তারা তিনে খেলাবেন। সেই ক্ষেত্রে ওপেন করবেন কোন দু’জন? তামিম অটো চয়েজ ওপেনিংয়ে। তার সঙ্গে সৌম্য কিংবা ইমন খেলবেন। ৭ ম্যাচে সবাইকেই সুযোগ দেয়ার কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কিন্ত প্রশ্ন হচ্ছে তামিম ছাড়াও বাকি যে দু’জনের ওপর ওপেনিং ভরসা ।