
চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে জয় পায় দুই দলই। গ্রপ তালিকায় তাদের পয়েন্ট সমান ২। আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় রাওয়ালপিণ্ডির মাঠে নামবে এ দুই দল। এ ম্যাচে যে দলই জিতবে তারাই আগেভাগে পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট।
এ পর্যন্ত ওয়ানডেতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয় ১১০ বার। জয়ের দিক থেকে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
অজিদের বিপক্ষে তাদের জয় ৫৫ এবং অপরদিকে অস্ট্রেলিয়ার জয় ৫১। ১ ম্যাচে কোন রেজাল্ট হয়নি। শেষ ৫ বারের দেখাতেও ওয়ানডে ফরম্যাটে ৪ জয় নিয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ওয়ানডে তে প্রোটিয়াদের বিপক্ষে অজিরা গড়ে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড (৪৩৪)। যা হয়েছিল ২০০৬ সালের ১২ই মার্চ। রাওয়ালপিণ্ডির মাঠে এর আগে ওয়ানডেতে তিনবার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। বিগত সে ম্যাচের সবকটিতে জয় পায় অজিরা। ৎনিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৭ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। চলতি আসরে পারফর্মের দিক থেকে অবশ্য শক্ত অবস্থানে আছে টিম অস্ট্রেলিয়াও। গত ম্যাচে পাকিস্তানের লাহারে আগে ব্যাট করে ৮ উইকেটে চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় সর্বোচ্চ ৩৫১ রান করে ইংল্যান্ড। যা ওয়ানডে এবং একইসাথে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে রেকর্ড রান। ওইদিন দলটির ওপেনার ব্যাটার বেন ডাকেটও গড়েন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড (১৬৫)। তবে সবকিছু ছাপিয়ে রেকর্ড টার্গেটটি ১৫ বল এবং ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।