
শীতে ব্যবহূত পোশাক, লেপ-কম্বলে ধুলা-ময়লা ও রোগজীবাণু লেগে থাকতে পারে। এ জন্য তুলে রাখার আগে পরিষ্কার করে নেওয়া জরুরি। নয়তো পরবর্তী সময়ে ব্যবহার করলে সমস্যা হতে পারে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা বেগম জানালেন শীতের কাপড় তুলে রাখার নিয়ম।যেসব কাপড় ধোয়া যায় সেগুলো তুলে রাখার আগে সাবান-পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে।
শাল, সোয়েটার বা লেপ-কম্বলের কভার ভিজিয়ে রাখতে গরম পানি ব্যবহার করতে পারেন। পানির তাপমাত্রা মাঝারি হলে ভালো হয়। মিশ্র তন্তুর পোশাকে গরম পানি ব্যবহার করা যাবে না।উলের পোশাকে ফ্যাব্রিকস সফটনার, ডিটারজেন্টের গুঁড়া, ভাতের মাড় ও ব্লিচ এড়িয়ে চলুন। টানলে বৃদ্ধি পায় এমন কাপড় ঝুলিয়ে শুকাতে দেবেন না। অনেক পোশাকের সঙ্গে থাকা ট্যাগে পরিষ্কারের নিয়মাবলি যুক্ত থাকে। এগুলো ধোয়া ও সংরক্ষণের সময় এসব নিয়ম মেনে চলুন।যেসব কাপড় ধোয়া যায় না সেগুলো কড়া রোদে কয়েক দিন রেখে ঝেড়ে নিন। ঝাড়ার সময় অবশ্যই মাস্ক পরুন। যেসব জিনিস ড্রাইওয়াশ করতে বলা সেগুলো তুলে রাখার আগে ড্রাইওয়াশের প্রয়োজন নেই। কেবল রোদে দিয়ে তুলে রাখুন। পরেরবার ব্যবহারের আগে ড্রাইওয়াশ করে নিন।আলাদা আলাদা প্যাকেটে তুলে মুখবন্ধ করে তুলে রাখতে পারেন। সোয়েটার, জ্যাকেট, ব্লেজার ব্যাগে ভরে হ্যাঙারের সাহায্যে আলমারিতে ঝুলিয়ে রাখুন। বায়ুরোধী স্থান সবচেয়ে ভালো। বড় বাক্স, ট্রাংক, আলমারি বা ক্যাবিনেটে রাখতে পারেন।