
দেশ বদলে গেছে। ১৬ বছর পর হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন। এমন ঘটনার পর বড় ধরনের বদল আসার কথা ছিল। এসেছেও বেশ কিছুটা পরিবর্তন। এর মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নয়া সভাপতি ফারুক আহমেদ।
পরিচালক হিসেবে নতুন ভাবে যুক্ত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। আগের বোর্ডের ১৫ জন পরিচালক চলে গেছেন দেশ ছেড়ে। এর মধ্যে বিসিবি’র সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক জালাল ইউনুস ও নাঈমুর রহমান দুর্জয় পদত্যাগ করেছেন।মাত্র ১০ জন নিয়ে চলছে বিসিবি’র পরিচালনা পরিষদের কার্যক্রম।
বদলে যেতে পারে বিসিবি সভাপতি। সেখানে দেখা যেতে পারে নতুন কাউকে। এর মধ্যে বেশ ক’টি নাম উঠে এসেছে। যার মধ্যে অন্যতম লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল, বিসিবি’র সাবেক পরিচালক রিয়াজুদ্দিন আল মামুন। শোনা যাচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নামও।
একটি সূত্রে জানা গেছে বিসিবি’র নির্বাচন যথা সময়ে করার পরিকল্পনা আছে নয়া সভাপতি ফারুকের। সূত্রটি জানায়, আসলে বিসিবি যেভাবে চলছে সেটি কোনো ভাবেই সঠিক না। গুটিকয়েক পরিচালকের ওপর এতগুলো কমিটির দায়িত্ব যে কারণে কোনো কিছুই গোছালো হচ্ছে না। আমার মনে হয় যতদ্রুত নির্বাচন আয়োজন করা যাবে ততোই বাংলাদেশ ক্রিকেটের মঙ্গল।