
বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ উদ্ধোধনী অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জানুয়ারী বিকাল ৫ টায় বিসিবি খুলনা শিববাড়ি মোড় কার্যালয়ে এ মেলার উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ” এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, তারুণ্যর উৎসব ২০২৫ এ খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) খুলনার আয়োজনে ১০ দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ মেলার উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেলায় উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এ সময় তিনি উদ্যোক্তাদের পন্য টেকসই ও রপ্তানী মুখী প্রসারের আহবান জানান।এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তেরী নানা শিল্পকর্ম,নানা প্রচার,প্রসার,বিপনন এবং নতুন উদ্যোক্তা তেরীর মাধ্যমে নির্ভরতা কমিয়ে টেকসয়ী ও রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠার প্রত্যয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন এখন আমরা মুক্ত ভাবে সবকিছু করতে পারছি।আমরা মেধা বিকাশে যতকিছু করার করতে পারছি।ব্যাবসা ক্ষুদ্র হোক মাঝারী হোক সাচ্ছন্দে করতে পারছি।বিসিক ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহের জন্য এ মেলার আয়োজন করেছে এ জন্য তিনি জেলা প্রশাসন ও বিসিককে ধন্যবাদ জানান।এ সময় তিনি ছেলে, মেয়ে সকল উদ্যোক্তাদের পারিবারিক ও রাস্ট্রিয়ভাবে সহায়তার আহবান জানান। এসময় মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, বিসিক আঞ্চলিক কার্যালয়ের ব্যাবস্থাপক তাহেরা নাসরিন। এ সময় সাগত বক্তব্য রাখেন, বিসিক উপ- মহাব্যাবস্থাপক গোলাম সাকলাইন।এ সময় তিনি বলেন,মাইক্রো কুঠির শিল্প ক্ষুদ্র,মাঝারি শিল্প বিকাশ ও উন্নয়নের মাধ্যমে টেকসয়ি শিল্পায়ন তথা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকারের শিল্প মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন ( বিসিক) উদ্যোক্তা সৃষ্টি, নতুন উদ্যোক্তা অনবেষন,নিবন্ধন প্রদান,প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, কার্যপ্রদান,উদ্যোক্তাদের উৎপাদিত পন্যের বাজারজাত সহায়তা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে।দেশব্যাপি বিসিক মেলার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হয়।দেশব্যাপি মেলা আয়োজন করা বিসিকের একটি রুটিন কাজ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তাবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।