
চট্টগ্রামের মাঠে ম্যাচ স্বাগতিক চিটাগং কিংসের। প্রতিপক্ষ তারকায় ঠাসা ফরচুন
বরিশাল দলের অধিনায়ক আবার চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবাল। টসের আগেই
গ্যালারি ভরে যায় দর্শকে। তবে তাদের বিনোদন দিতে পারেনি কোনো দলই। বরং ঘরে
ফিরতেই যেন অচেনা হয়ে উঠেছে চিটাগং কিংস। চট্টগ্রাম পর্ব শুরুর আগে ৫ ম্যাচে ৪
জয়। অথচ ঘরের মাঠে টানা দুই ম্যাচ হেরে গেলো তারা। গতকাল ফরচুন বরিশালের
বিপক্ষে লড়াইও করতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল। ব্যাটাদেরর ব্যর্থতার দিনে স্বল্প
লক্ষ্য নিয়ে লড়াই করতে পারেননি বোলাররাও। ফলে সহজেই তাদের হারায় ফরচুন বরিশাল । বিপিএলে চট্টগ্রাম পর্বে গতকাল দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে ৬
উইকেটে হারায় তামিম ইকবালের দল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান করে স্বাগতিকরা। ডেভিড মালানের অপরাজিত
ফিফটিতে ৩.১ ওভার বাকি থাকতেই সেটা টপকে যায় বরিশাল। এই জয়ে ৭ ম্যাচে ১০
পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে তামিমের দল। আর সমান ম্যাচে ৮ পয়েন্ট
নিয়ে তিন নম্বরে চিটাগং। ৮ ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। রান
তাড়ায় ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই অধিনায়ককে হারায় বরিশাল। ডেভিড
মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তামিম। ড্রেসিং রুমে ফেরার আগে মালানের দিকে তাকিয়ে তামিমকে হতাশা প্রকাশ করতে দেখা যায়। পরে মালানও কিছু একটা বলেন তামিমের উদ্দেশে। পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই তাওহীদ হৃদয়কে আউট করেন সৈয়দ খালেদ আহমেদ।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ছিল ২৮ রান। এরপর মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১০ বলে ১১ রান
করে আউট হন মুশফিক আর রিয়াদের ব্যাট থেকে আসে ১৬ রান। ৫৩ রানে ৪
উইকেট হারানো বরিশালের হাল ধরেন ডেভিড মালান আর তাকে সঙ্গে দেন মোহাম্মদ
নবী। ১০ ওভারে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৫৬ রান। মালান শুরুতে কিছু সময় নেন। একপর্যায়ে ২০ বলে তার ছিল ১৮ রান। পরে ধীরে ধীরে খোলস থেকে বের
হন এই ইংলিশ ব্যাটার। ধীরস্থির শুরুর পর মাত্র ১৬ বলে ৩২ রান নেন তিনি।
বিপিএলে নিজের পঞ্চম ও সব মিলিয়ে ৬৫তম ফিফটি করতে ৩৬ বল খেলেন ৩৭ বছর
বয়সী ব্যাটার।