Dhaka 3:07 pm, Friday, 14 March 2025

ইয়ামাল-রাফিনহার রেকর্ডে বার্সেলোনা

একবার জ্বলে উঠলেন পুরো মৌসুম জুড়ে ।

আরও একবার জ্বলে উঠলেন পুরো মৌসুম জুড়ে ছন্দে থাকা রাফিনহা। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ফিরতি লেগে জোড়া গোলে করলেন রেকর্ড। মঙ্গলবার গোলের সঙ্গে অ্যাসিস্ট করে রেকর্ড গড়লেন লামিন ইয়ামালও। ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে কাতালানরা টিকিট কাটল কোয়ার্টার ফাইনালের।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজে এদিন দলের সঙ্গে যোগ দিতে দেরি হয় রাফিনহার। কারণটা জানা যায় ম্যাচের পর। আমরা তোমাকে ভালোবাসি।’ এদিন বেনফিকার গোলের দিকে ২০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। সফরকারীদের ৮টির মধ্যে লক্ষ্যে থাকে ২টি শট। বিরতির আগের বেনফিকার জালে ৩ বার বল জড়ায় স্বাগতিকরা। একাদশ মিনিটে গোলের উদ্বোধন করেন রাফিনহা। প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের কাটিয়ে একাই ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন ইয়ামাল। বাঁ প্রান্তে থাকা রাফিনহার দিকে বল বাড়ালে ভলিতে গোল করেন তিনি। যদিও দুই মিনিটের মধ্যে গোল শোধ করেন বেনফিকার নিকোলাস ওতামেন্দি। বার্সা গোলকিপার ভয়চেক সেজনির হাতে বল লাগলেও শেষমেষ তা প্রতিহত হয়নি। ২৭তম মিনিটে দুর্দান্ত এক গোলে ফের ব্যবধান বাড়ান ইয়ামাল। ডি বক্সের কিছুটা বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন এই স্প্যানিশ তরুণ। এ প্রতিযোগিতার ইতিহাসে ব্রাজিলের আর কেউই এক আসরে ১০ গোলের বেশি করতে পারেননি। ১০টি করে গোল আছে নেইমার জুনিয়র, রিভালদোসহ মোট পাঁচজন ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ইয়ামাল-রাফিনহার রেকর্ডে বার্সেলোনা

Update Time : 12:14:28 pm, Wednesday, 12 March 2025

আরও একবার জ্বলে উঠলেন পুরো মৌসুম জুড়ে ছন্দে থাকা রাফিনহা। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ফিরতি লেগে জোড়া গোলে করলেন রেকর্ড। মঙ্গলবার গোলের সঙ্গে অ্যাসিস্ট করে রেকর্ড গড়লেন লামিন ইয়ামালও। ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে কাতালানরা টিকিট কাটল কোয়ার্টার ফাইনালের।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজে এদিন দলের সঙ্গে যোগ দিতে দেরি হয় রাফিনহার। কারণটা জানা যায় ম্যাচের পর। আমরা তোমাকে ভালোবাসি।’ এদিন বেনফিকার গোলের দিকে ২০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। সফরকারীদের ৮টির মধ্যে লক্ষ্যে থাকে ২টি শট। বিরতির আগের বেনফিকার জালে ৩ বার বল জড়ায় স্বাগতিকরা। একাদশ মিনিটে গোলের উদ্বোধন করেন রাফিনহা। প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের কাটিয়ে একাই ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন ইয়ামাল। বাঁ প্রান্তে থাকা রাফিনহার দিকে বল বাড়ালে ভলিতে গোল করেন তিনি। যদিও দুই মিনিটের মধ্যে গোল শোধ করেন বেনফিকার নিকোলাস ওতামেন্দি। বার্সা গোলকিপার ভয়চেক সেজনির হাতে বল লাগলেও শেষমেষ তা প্রতিহত হয়নি। ২৭তম মিনিটে দুর্দান্ত এক গোলে ফের ব্যবধান বাড়ান ইয়ামাল। ডি বক্সের কিছুটা বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন এই স্প্যানিশ তরুণ। এ প্রতিযোগিতার ইতিহাসে ব্রাজিলের আর কেউই এক আসরে ১০ গোলের বেশি করতে পারেননি। ১০টি করে গোল আছে নেইমার জুনিয়র, রিভালদোসহ মোট পাঁচজন ।