Dhaka 10:28 am, Wednesday, 26 March 2025

মানসিকভাবে বিপর্যস্ত বার্সেলোনা

থামলো বার্সেলোনার জয়যাত্রা।

অবশেষে এল ক্লাসিকোতে থামলো বার্সেলোনার জয়যাত্রা। চিরপ্রতিদ্বন্দ্বী কাতালানদের বিপক্ষে প্রথমবার জয়ের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। লিগা এফ -এর ম্যাচে রোববার বার্সার মেয়েদের তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে রিয়ালের মেয়েরা। এর আগের ১৮ বারের দেখায় সবকটিতেই জয় তুলে নেয় বার্সা। ম্যাচ শেষে কাতালানদের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস জানান, তারা মানসিকভাবে বিপর্যস্ত!
১৯ বারের চেষ্টায় এবারই প্রথমবার সাফল্যের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে রোববারের অলিম্পিক স্টেডিয়ামের ফলাফল স্বাগতিকদের জন্য অঘটনই বটে।

 বিরতির কিছুক্ষণ আগেই আলবা রেদানদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। মাঠে ফিরে ৬৭তম মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর হার্না ফার্নান্দেজ রিয়ালের জালে একবার বল পাঠালেও অফসাইডে বাতিল হয় সেটি। নির্ধারিত সময়ের মিনিট তিনেক আগে ক্যারোলিন উইয়ারের গোলে ফের লিড পেয়ে যায় সফরকারী মেয়েরা। যোগ করা সময়ে এই স্কটিশ ফরোয়ার্ড আরেকটি গোল করলে ৩-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। ম্যাচের পর বার্সার তারকা ফুটবলার পুতেয়াস বলেন, ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত। লেভান্তের কাছে ঘরের মাঠে হারার পর যেমন লাগছিল, আজ তেমনই খারাপ লাগছে। তবে এটিই খেলা, হারবেন, জিতবেন অথবা ড্র করবেন। সব সময় জিতবেনই, এমন তো কোনো নিশ্চয়তা নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মানসিকভাবে বিপর্যস্ত বার্সেলোনা

Update Time : 02:12:09 pm, Monday, 24 March 2025

অবশেষে এল ক্লাসিকোতে থামলো বার্সেলোনার জয়যাত্রা। চিরপ্রতিদ্বন্দ্বী কাতালানদের বিপক্ষে প্রথমবার জয়ের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। লিগা এফ -এর ম্যাচে রোববার বার্সার মেয়েদের তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে রিয়ালের মেয়েরা। এর আগের ১৮ বারের দেখায় সবকটিতেই জয় তুলে নেয় বার্সা। ম্যাচ শেষে কাতালানদের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস জানান, তারা মানসিকভাবে বিপর্যস্ত!
১৯ বারের চেষ্টায় এবারই প্রথমবার সাফল্যের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে রোববারের অলিম্পিক স্টেডিয়ামের ফলাফল স্বাগতিকদের জন্য অঘটনই বটে।

 বিরতির কিছুক্ষণ আগেই আলবা রেদানদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। মাঠে ফিরে ৬৭তম মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর হার্না ফার্নান্দেজ রিয়ালের জালে একবার বল পাঠালেও অফসাইডে বাতিল হয় সেটি। নির্ধারিত সময়ের মিনিট তিনেক আগে ক্যারোলিন উইয়ারের গোলে ফের লিড পেয়ে যায় সফরকারী মেয়েরা। যোগ করা সময়ে এই স্কটিশ ফরোয়ার্ড আরেকটি গোল করলে ৩-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। ম্যাচের পর বার্সার তারকা ফুটবলার পুতেয়াস বলেন, ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত। লেভান্তের কাছে ঘরের মাঠে হারার পর যেমন লাগছিল, আজ তেমনই খারাপ লাগছে। তবে এটিই খেলা, হারবেন, জিতবেন অথবা ড্র করবেন। সব সময় জিতবেনই, এমন তো কোনো নিশ্চয়তা নেই।