
দ্রুততম সেঞ্চুরি, সর্বোচ্চ রানের জুটি, বড় রানের ব্যবধানে জয়! নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাট হাতে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে গড়লেন সর্বোচ্চ রানের জুটি। এরপর জান্নাতুল ফেরদৌস সুমনা ও ফাহিমা আক্তারের ঘূর্ণিতে থাইল্যান্ডকে অল্প রানে গুটিয়ে রেকর্ড গড়া জয় পায় টাইগ্রেসরা। সুমনা-ফাহিমা নেন পাঁচটি করে উইকেট।নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে গতকাল লাহোরে সিটি ক্রিকেট এসোসিয়েশন মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারায় বাংলাদেশ নারী দল।
রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড। ওপেনিং জুটিতে নাত্তইয়া বুচাথাম ও চানিডা সুত্তিরুয়াং তুলেছিল ৩৮ রান। তবে এরপরের গল্পটা বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের। দুই স্পিনারের ঘুর্ণির সামনে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে থাইল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সুমনা ও ফাহিম দুজনেই নেন ৫টি করে উইকেট। নারী ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। আর সবমিলিয়ে এক ইনিংসে দুই বোলার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার এটি চতুর্থ ঘটনা।ওপেনার বুচাথামকে ব্যক্তিগত ১৭ রানে আউট শুরুটা করেন ফাহিমা। এরপর চানিডা ওটপ অর্ডারের আরেক ব্যাটার নান্নাপাট কনচারোয়েনকিকেও আউট করেছেন তিনি। মিডল অর্ডারে ধস নামান সুমনা।