Dhaka 8:15 pm, Saturday, 22 March 2025

শিলংয়ে বিপাকেই পড়েছে বাংলাদেশ

এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ভারত ।

এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলতে এসে বাংলাদেশ ফুটবল ভোগান্তির মধ্যে পড়েছে। গত পরশু ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌছায় হামজারা। তারপর থেকেই নাকি পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানা গেছে। কোথায় অনুশীলন করবে, মাঠ কোথায় তা নিয়ে ভোগান্তি। গেল পরশু শিলংয়ে এসেছে। তবে গতকাল অনুশীলনে নামার আগেও জানা ছিল না যে, তারা কোন মাঠে অনুশীলন করতে যাবে।

যেখানে নিয়ম অনুসারে অনুশীলনের জন্য আগে থেকেই মাঠ নির্ধারণ করা থাকে। এক দিন আগেই জানিয়ে দেয়া হয় দলগুলোকে সেভাবে মাঠে যাওয়া-আসা, ট্র্যাফিক জ্যাম, দুপুরের খাবার নির্ধারণ হয়ে থাকে। কিন্তু অনুশীলনের আগের রাতে সেটি জানতে পারেননি। আমের খান বলেন, ‘আমরা তিনটার সময় জানতে পেরেছি।’ নেহু বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছে জাতীয় দল। সন্ধ্যা পর্যন্ত সেখানে অনুশীলন হয়েছে। গতকাল প্রথম দিনের অনুশীল শেষ হয়ে গেলেও আজকে কোথায় অনুশীলন হবে, সেটিও চূড়ান্ত করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সৌদি আরবে ২০২৭ সালে এশিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, সিংগাপুর এবং হংকং খেলছে সি গ্রুপে। গ্রুপের প্রথম খেলায় আগামী ২৫ মার্চ বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে ভারতের শিলংয়ে। সেই ম্যাচ খেলতে শিলংয়ে গিয়ে ভোগান্তির কূলকিনারা দেখছে না বাংলাদেশ। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছে দেখেন ১৬ জনের লাগেজ আসেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

শিলংয়ে বিপাকেই পড়েছে বাংলাদেশ

Update Time : 12:02:33 pm, Saturday, 22 March 2025

এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলতে এসে বাংলাদেশ ফুটবল ভোগান্তির মধ্যে পড়েছে। গত পরশু ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌছায় হামজারা। তারপর থেকেই নাকি পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানা গেছে। কোথায় অনুশীলন করবে, মাঠ কোথায় তা নিয়ে ভোগান্তি। গেল পরশু শিলংয়ে এসেছে। তবে গতকাল অনুশীলনে নামার আগেও জানা ছিল না যে, তারা কোন মাঠে অনুশীলন করতে যাবে।

যেখানে নিয়ম অনুসারে অনুশীলনের জন্য আগে থেকেই মাঠ নির্ধারণ করা থাকে। এক দিন আগেই জানিয়ে দেয়া হয় দলগুলোকে সেভাবে মাঠে যাওয়া-আসা, ট্র্যাফিক জ্যাম, দুপুরের খাবার নির্ধারণ হয়ে থাকে। কিন্তু অনুশীলনের আগের রাতে সেটি জানতে পারেননি। আমের খান বলেন, ‘আমরা তিনটার সময় জানতে পেরেছি।’ নেহু বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছে জাতীয় দল। সন্ধ্যা পর্যন্ত সেখানে অনুশীলন হয়েছে। গতকাল প্রথম দিনের অনুশীল শেষ হয়ে গেলেও আজকে কোথায় অনুশীলন হবে, সেটিও চূড়ান্ত করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সৌদি আরবে ২০২৭ সালে এশিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, সিংগাপুর এবং হংকং খেলছে সি গ্রুপে। গ্রুপের প্রথম খেলায় আগামী ২৫ মার্চ বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে ভারতের শিলংয়ে। সেই ম্যাচ খেলতে শিলংয়ে গিয়ে ভোগান্তির কূলকিনারা দেখছে না বাংলাদেশ। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছে দেখেন ১৬ জনের লাগেজ আসেনি।