
স্থগিত থাকা পাকিস্তান সুপার লিগ আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি খেলোয়াড়েরা ফিরে না এলেও পিএসএলের বাকি ম্যাচগুলো শেষ করার পরিকল্পনা করছে তারা। আগামী ১৫ বা ১৬ মে থেকেই টুর্নামেন্ট আবার শুরু হতে পারে বলে জানিয়েছে বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র।সূত্র আরও জানায়, কিছু বিদেশি খেলোয়াড় এখনো দুবাইয়ে অবস্থান করছেন, আর কিছু ইতোমধ্যেই নিজ নিজ দেশে ফিরে গেছেন। ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলা হয়েছে, ।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত খেলোয়াড় ও তাদের দেশের বোর্ডের ওপর নির্ভর করছে প্লে অফ আর ফাইনালসহ আরও ৮ ম্যাচ বাকি পিএসএলের। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজ ২৫ মে শুরু হওয়ার কথা। ১৬ মে পিএসএল আবার মাঠে গড়ালে তা ২৫ মে’র আগে শেষ হবে কি না, তা নিয়ে সন্দেহ জেগেছে বেশ। এদিকে পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই পক্ষই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সিরিজটি নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে। যদিও পিএসএলের সূচির জন্য সে সিরিজ কয়েক দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ বাংলাদেশ দল এই মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে। রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ ও লাহোরে ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। পিএসএলের বাকি ম্যাচগুলো রাওয়ালপিন্ডি ও লাহোরেই আয়োজন করার পরিকল্পনা করছে পিসিবি।