এরই অংশ হিসেবে তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও উৎসাহের অপার সম্ভাবনাকে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় দেশের ৬টি জেলায় আয়োজন করা হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান বল বীর-আমি চির-উন্নত শির।
গেল ১০ জানুয়ারি নেত্রকোনা জেলায় আয়োজিত হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান বল বীর- আমি চির-উন্নত শির।বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় রংপুরে এবং ১ ফেব্রুয়ারি একই সময়ে মুন্সিগঞ্জে ব্যান্ড সংগীত অনুষ্ঠান বল বীর- আমি চির-উন্নত শির অনুষ্ঠিত হবে। এরপর নড়াইলে ৪ ফেব্রুয়ারি, বরগুনায় ৮ ফেব্রুয়ারি এবং রাজশাহীতে অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীতের এই অনুষ্ঠান।
শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য ব্যান্ড সংগীত অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।