
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচনে লড়ছে যারা।
উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা আনারস প্রতীক‚ কাপ পিরিচ প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মোঃ রাজীব তালুকদার,মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ক্যাপ্টেন মোঃকামরুল ইসলাম এবং দোয়াত কলম প্রতীক নিয়ে ফিরোজ আলম খান। ভোটের মাঠে আনারস ও কাপ পিরিচ চলছে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিশ্বাস মুতিউর রহমান বাদশা ।
আরো পড়ুন:বরিশালের প্রথম শিরোপা জয়
অপরদিকে‚ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডাকুয়া তালা প্রতীক আরো দুই প্রার্থী আব্দুস সালাম মল্লিক উড়োজাহাজ প্রতীক এর বিপক্ষে মোঃশাহবাজ মিয়া বই প্রতীক , তবে উড়োজাহাজ ও তালা হাড্ডাহাড্ডি লড়াই। আর‚ মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা বেগম হাসঁ প্রতীক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাঃজাহনারা বেগম কলস প্রতীক। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মোসাঃজাহনারা বেগম, হাট-বাজার‚ পাড়া-মহল্লায়‚ অলি-গলিতে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও কর্মী সমাবেশ সামাজিক নানা ধরনের অনুষ্ঠানে হাজির হচ্ছেন তারা। ভোট গ্রহণনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই প্রার্থীদের কর্মী সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভোটারদের কাছে তাদের প্রশংসা করে পরিচয় তুলে ধরার চেষ্টা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ১২শ ১১ জন এবং ১১৩ টি ভোট সেন্টারে আগামী ৮ মে ভোট গ্রহন হবে।