
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ঘোষিত সেই ‘অক্সিলারি ফোর্স (সহায়ক পুলিশ)’ রাজধানীর ৪৮টি থানায় পুলিশিংয়ের দায়িত্ব পাচ্ছে। শপিংমল ও আবাসিক এলাকার বেসরকারি নিরাপত্তাকর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যক্তিদেরও এই ফোর্সে যুক্ত করা হচ্ছে। আপাতত ঈদ পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম চালাতে অন্তত ৫০০ সদস্যের অক্সিলারি ফোর্স নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পরেও এই ফোর্সের কার্যক্রম চালু রাখার চিন্তাভাবনা চলছে।
এই ফোর্স পুলিশের মতোই গ্রেপ্তারি ক্ষমতা পাবেন।বিশ্বের বিভিন্ন শহর বা নগর পুলিশে এই ধরনের সহায়ক পুলিশ নিয়োগের রীতি থাকলেও দেশে এর আগে সরাসরি পুলিশি ক্ষমতা দিয়ে বেসরকারি কাউকে পুলিশে এমন নিয়োগের নজির নেই। ফলে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
যখন মনে হবে যে বাহিনীর সহায়তার প্রয়োজন, তখন পুলিশ কমিশনার যে কোনো ব্যক্তিকে বাহিনীকে সহায়তা করার জন্য সহায়ক পুলিশ অফিসার হিসেবে নিয়োগ করতে পারেন।প্রত্যেক সহকারী পুলিশ অফিসার নিয়োগপ্রাপ্ত হবেন এবং নির্ধারিত ফর্মে একটি সনদ পাবেন। পাশাপাশি একই দায়িত্ব পালনের জন্য দায়ী থাকবেন এবং একই শাস্তির জন্য দায়ী থাকবেন। তারা অন্য যে কোনো পুলিশ অফিসারের মতো একই কর্তৃপক্ষের অধীন হবেন।
এই অক্সিলারি ফোর্স নিয়োগের ক্ষমতা পুলিশ কমিশনারকে দেওয়া আছে। আইজিপিও এই ধরনের ফোর্স নিয়োগ করতে পারেন। তবে নিয়োগের জন্য ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ফোর্স নিয়োগ করে সুফল পাওয়ার নজির আছে।ঢাকার ৫০টি থানার মধ্যে ৪৮টি থানায় এই ফোর্স নিয়োগ করা হবে জানিয়ে তিনি বলেন, একেক থানায় গড়ে ১০ জন করে কাজ করবেন। শুধু ক্যান্টনমেন্ট ও আদাবর থানায় আপাতত এই ফোর্স থাকবে না।