
বন্দুক ও গোলাবারুদ নিয়ে বিমানে ওঠার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার (৬ মার্চ) স্থানীয় সময় বিকেলে সিডনিগামী একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় বন্দুকধারী এক কিশোরকে দেখতে পান যাত্রী ও ক্রুরা। এ সময় বিমানটিতে থাকা ১৬০ জন যাত্রীর মধ্যে অনেকে এগিয়ে এসে তাকে আটক করে। পুলিশের ধারণা, নিরাপত্তাবেষ্টনী টপকে বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে ওই কিশোর। এরপর সে বিমানের সামনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে। এ সময় যাত্রী ও ক্রুরা কিশোরকে দেখতে পান এবং তাকে ধরে ফেলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অবৈধভাবে বিমানে উঠতে চাওয়া, নিরাপত্তা বিপন্ন করা ও বোমা হামলার আতঙ্ক সৃষ্টি করা। এ ঘটনায় তাকে আদালতে হাজির করা হবে। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সেভেন নিউজ কর্তৃক প্রকাশিত একটি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন কিশোরকে একজন যাত্রী ধরে রেখেছেন এবং গ্রাউন্ড ক্রু ও একজন পাইলট কিশোরটির কোমরে থাকা বিভিন্ন সরঞ্জামসহ একটি বেল্ট খুলে নিচ্ছেন। ভিডিওতে পাইলটকে কিশোরটির কাছ থেকে শটগানটি লাথি মেরে দূরে সরাতে দেখা যায়। কিশোরটির পরনে ছিল জ্যাকেট।সুপারিনটেনডেন্ট মাইকেল রেইড সাংবাদিকদের জানান, যাত্রীরা বিমানের সিঁড়ি বেয়ে ওঠার সময় কিশোরটির হাতে শটগান দেখতে পান। তিনি বলেন, তিনজন যাত্রী মিলে ওই কিশোরকে পরাস্ত করে।