Dhaka 7:57 am, Friday, 28 March 2025

কুড়িগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আটক ব্যাক্তি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। জানা যায়, রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার উত্তর ভরতের ছড়া গ্রামের জনৈক নুর ইসলামের বাড়ির সামনে জমিতে ৮ বছরের এক শিশুকন্যা ঘাস কাটতে গেলে  সাঈম (৫২) তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়।ঘাস কাটা শিখিয়ে দেওয়ার ভান করে শিশুটিকে কোলে নিয়ে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করতে থাকে এবং কোলে বসিয়ে পিছন থেকে পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে এবং একপর্যায়ে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসায় সাঈম পালিয়ে যায়। গ্রামবাসী এসে শিশুটিকে উদ্ধারকালে শিশুটির জামা ছেঁড়া অবস্থায় পায়।  ভুক্তভোগী শিশুর মুখে বিস্তারিত শোনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।

পরের দিন ২৪ মার্চ সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র সাঈমের নামে মামলা রুজু করে। পরে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় অভিযুক্ত সাঈমকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আল-হেলাল মাহমুদ বলেন, পুলিশ সুপার (কুড়িগ্রাম) মহোদয়ের সার্বিক তদারকিতে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ভূরুঙ্গামারী থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত আসামি সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কুড়িগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

Update Time : 02:11:53 pm, Tuesday, 25 March 2025

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। জানা যায়, রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার উত্তর ভরতের ছড়া গ্রামের জনৈক নুর ইসলামের বাড়ির সামনে জমিতে ৮ বছরের এক শিশুকন্যা ঘাস কাটতে গেলে  সাঈম (৫২) তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়।ঘাস কাটা শিখিয়ে দেওয়ার ভান করে শিশুটিকে কোলে নিয়ে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করতে থাকে এবং কোলে বসিয়ে পিছন থেকে পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে এবং একপর্যায়ে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসায় সাঈম পালিয়ে যায়। গ্রামবাসী এসে শিশুটিকে উদ্ধারকালে শিশুটির জামা ছেঁড়া অবস্থায় পায়।  ভুক্তভোগী শিশুর মুখে বিস্তারিত শোনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।

পরের দিন ২৪ মার্চ সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র সাঈমের নামে মামলা রুজু করে। পরে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় অভিযুক্ত সাঈমকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আল-হেলাল মাহমুদ বলেন, পুলিশ সুপার (কুড়িগ্রাম) মহোদয়ের সার্বিক তদারকিতে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ভূরুঙ্গামারী থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত আসামি সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে।