
চট্টগ্রাম নগরে বেড়াতে যাওয়া পোশাককর্মীর বাসায় দুই যুবক অস্ত্র হাতে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান।বুধবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরের পতেঙ্গা থানা এলাকার উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকার ‘জসিমের বিল্ডিং’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে দুই যুবক অস্ত্র হাতে তালা ভেঙে সৈকত আবাসিক এলাকার ভবনটির একটি বাসায় ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় ওই বাসায় কেউ ছিলেন না। পাশের বাসার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে দুই যুবক গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। তবে কেউ হতাহত হয়নি। ভয়ে লোকজন তাদের ধরতে এগিয়ে যায়নি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাসাটিতে পোশাককর্মী স্বামী-স্ত্রী থাকেন। তারা গ্রামের বাড়ি রাউজান গেছেন। বাসায় খাট, ওয়ারড্রব ছাড়া অন্য কিছু নেই।ওসি আরও বলেন, বাসায় ডাকাতি করতে, নাকি অন্য কোনো কারণে লোক ঢোকার চেষ্টা করেছিল তা তদন্ত করা হচ্ছে। অস্ত্রধারী যুবকদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাসার লোকজন থানায় এসে অভিযোগ দিলে নেয়া হবে।