
অটোরিকশা চালানোকে কেন্দ্র করে শাশুড়ীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে বিরামপুর পৌরশহরের ৫ নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে লাপাত্তা জামাই।আহত শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে দগ্ধ বুলি পৌরশহরের ৫ নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের আফজালের স্ত্রী। আর জামাই মেহেদুল ইসলাম একই গ্রামের আজিবর মন্ডলের ছেলে।স্থানীয়রা জানায়, সকালে শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় জামাই মেহেদুল ইসলাম। আগুন লাগলে শাশুড়ি বুলি আর্তনাদ করে। এ সময় স্থানীয়রা আসলে জামাই পালিয়ে যায়। স্থানীয়রা বুলির দগ্ধ শরীরের আগুন নিভিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা যায়, জামাই মেহেদুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক। সে তার খালা শাশুড়ির ছেলের অটোরিকশা ভাড়ায় চালাত। কিন্তু অটোরিকশাটি নষ্ট করে ফেলায় সেটি অন্যকে ভাড়া দেয়। বিষয়টি জানতে পেরে নিজ শাশুড়ির সাথে জামাইয়ের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জামাই শাশুড়ির বাড়ীতে গিয়ে গায়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। এতে শাশুড়ির মাথার চুলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ঘটনায় পরিবার থেকে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।