Dhaka 1:23 pm, Saturday, 15 March 2025

২ গাড়ি বিস্ফোরক নিয়ে পাকিস্তানের সেনানিবাসে হামলা

বান্নু সেনানিবাসে হামলার পর ধোঁয়া উড়তে দেখা গেছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরের একটি সেনানিবাসে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পর বিস্ফোরক বোঝাই  দুটি গাড়ি ব্যবহার করে এই হামলা চালানো হয়। দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, খাইবার-পাখতুনখাওয়ার বান্নু সেনানিবাসে একটি বড় সন্ত্রাসী হামলা সফলভাবে ব্যর্থ করা হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা গেছে, এই ঘটনায় অন্তত ছয় সন্ত্রাসীকে হত্যা করেছে।হামলার জন্য জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর আত্মঘাতী বোমা হামলাকারীরা জড়িত ছিল বলে দাবি করা হয়েছে। বিস্ফোরক বোঝাই  দুটি গাড়ি নিয়ে তারা সেনানিবাসে ব্যাপক বিস্ফোরণ ঘটায়।কঠোর প্রতিরোধের সম্মুখীন হওয়া সত্ত্বেও হামলাকারীরা কম্পাউন্ডের দেয়ালে যানবাহন দিয়ে ধাক্কা দিয়ে সেনানিবাস ছাড়ার চেষ্টা করে। তখন নিরাপত্তা বাহিনী বিভিন্ন প্রবেশ পথে ছয় সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে এবং আরও কয়েকজনকে আটক করে।এদিকে বোমা-বোঝাই যানবাহন থেকে হওয়া বিস্ফোরণে পাশের একটি মসজিদের ধ্বংস হয়ে গেছে। এছাড়া একটি বাড়ির ছাদ ধসে গেছে বলেও জানা গেছে। জেলা সদর হাসপাতালের একজন মুখপাত্রের মতে, বিস্ফোরণের ফলে কমপক্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন শিশু এবং দুইজন নারীও রয়েছেন। এছাড়া ২৫ জন আহত হয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

২ গাড়ি বিস্ফোরক নিয়ে পাকিস্তানের সেনানিবাসে হামলা

Update Time : 02:59:50 pm, Wednesday, 5 March 2025

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরের একটি সেনানিবাসে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পর বিস্ফোরক বোঝাই  দুটি গাড়ি ব্যবহার করে এই হামলা চালানো হয়। দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, খাইবার-পাখতুনখাওয়ার বান্নু সেনানিবাসে একটি বড় সন্ত্রাসী হামলা সফলভাবে ব্যর্থ করা হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা গেছে, এই ঘটনায় অন্তত ছয় সন্ত্রাসীকে হত্যা করেছে।হামলার জন্য জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর আত্মঘাতী বোমা হামলাকারীরা জড়িত ছিল বলে দাবি করা হয়েছে। বিস্ফোরক বোঝাই  দুটি গাড়ি নিয়ে তারা সেনানিবাসে ব্যাপক বিস্ফোরণ ঘটায়।কঠোর প্রতিরোধের সম্মুখীন হওয়া সত্ত্বেও হামলাকারীরা কম্পাউন্ডের দেয়ালে যানবাহন দিয়ে ধাক্কা দিয়ে সেনানিবাস ছাড়ার চেষ্টা করে। তখন নিরাপত্তা বাহিনী বিভিন্ন প্রবেশ পথে ছয় সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে এবং আরও কয়েকজনকে আটক করে।এদিকে বোমা-বোঝাই যানবাহন থেকে হওয়া বিস্ফোরণে পাশের একটি মসজিদের ধ্বংস হয়ে গেছে। এছাড়া একটি বাড়ির ছাদ ধসে গেছে বলেও জানা গেছে। জেলা সদর হাসপাতালের একজন মুখপাত্রের মতে, বিস্ফোরণের ফলে কমপক্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন শিশু এবং দুইজন নারীও রয়েছেন। এছাড়া ২৫ জন আহত হয়েছেন।