
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে স্বাধীনতা চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইনের সভাপতিত্বে ও সহ-সভাপতি হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সাহেবপাড়া জামে মসজিদের ঈমাম মুফতি ইসমাইল হোসেন, নুরানি ইসলামিয়া একাডেমি মাদ্রাসা প্রধান শিক্ষক আব্দুল মুমিন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, পৌর যুবদলের (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, পৌর ছাত্র দলের তথ্য ও গবেষণা সম্পাদক সোহাগ, কলেজ ছাত্রদলের নেতা অন্তর হোসেন, ছাত্রদল নেতা ফাহমিদ বিন রফিক, ছাত্র প্রতিনিধি আনান, আরমান, মিরাজ, হাসান রহমান স্পর্শ প্রমুখ। প্রতিবাদ সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিপুল সংখ্যক লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে।