
সুইডেনের একটি বয়স্ক শিক্ষা কেন্দ্রে বন্দুক হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে যে বিপদ এখনও শেষ হয়নি। এ ঘটনার পর জনসাধারণকে স্কুল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।ভুক্তভোগীদের আঘাতের পরিমাণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। পাশাপাশি কারা এই হামলার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রাপ্তবয়স্ক ওই শিক্ষা কেন্দ্রটি ওরেব্রো শহরে, যা দেশটির রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
এদিকে শিক্ষার্থীরা আশেপাশের ভবনে আশ্রয় নিচ্ছে। সহিংসতার পর স্কুলের অন্যান্য অংশ খালি করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার সুইডিশ সংবাদ সংস্থা টিটিকে বলেছেন, “ওরেব্রোতে সহিংসতার রিপোর্ট খুবই গুরুতর। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং অভিযান পুরোদমে চলছে। সরকার পুলিশের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছে এবং ঘনিষ্ঠভাবে উন্নয়নগুলোর আপডেট নিচ্ছে।”স্থানীয় রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, অ্যাম্বুলেন্স, রেসকিউ সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্যুটিংটি ক্যাম্পাস এলাকায় হয়েছিল যেখানে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য বেশ কয়েকটি স্কুল রয়েছে। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্কুলে এবং আশেপাশের স্কুলেও ছাত্রদের ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে।