
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে বাকবিতণ্ডা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ইতোমধ্যে। এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান জানিয়েছেন।বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টা ২৩ মিনিটে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এলায়েন্স অব বাংলাদেশ ফেসবুক পেজে এক পোস্টে তারা বলেন, বসুন্ধরা আবাসিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নাম্বার গেইটে সারজিস আলমের আসা নিয়ে বৈছা ও ছাত্রদল সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বসুন্ধরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন। এদিকে সার্জিস আলমের আগমনের খবরে নর্থ সাউথের ৮ নাম্বার গেইটে জড়ো হয় ছাত্রদল সমর্থকরা।
দুই পক্ষ মুখোমুখি হলে ছাত্রদলের নেতা কর্মীরা ঢাবি সিন্ডিকেট ও দল ঘোষণার দিন প্রাইভেটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে সার্জিস আলমকে জেরা করতে থাকেন। এসময় সার্জিসের সাথে থাকা একাংশের নেতাকর্মীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়। পরিস্থিতি শান্ত করতে সার্জিস আলম দ্রুত এলাকা ত্যাগ করেন।পরবর্তীতে হাতাহাতির মধ্যেই বৈছা সমর্থক মুশতাক তাহমিদ কে ছুরিকাঘাত করা হয় এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুশতাক বর্তমানে আংশকামুক্ত আছেন।এদিকে এ ঘটনায় দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই ঘটনার বর্ণনা দিয়েছেন সারজিস আলম। পোস্টে ঘটনাস্থলে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল উপস্থিত ছিল বলে উল্লেখ করেন তিনি। বলেন, ছাত্রদলের শাকিলসহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
টোকাইলীগের মতো পরিণতির হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন।