
বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হলো ফ্যাশনের সবচেয়ে জমকালো আসর মেট গালা। প্রতি বছর মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসে তারকাদের এই বর্ণাঢ্য আয়োজন।
চমক হিসেবে এবার মেট গালায় প্রথমবারের মতো হাজির হন বলিউড বাদশাহ শাহরুখ খান। পরেছিলেন ভারতের খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক।
এবারের মেট গালায় সবচেয়ে বড় চমক ছিলেন ক্যারিবীয়ান গায়িকা রিয়ানা। প্রথমবারের মতো প্রকাশ্যে এল যে, তিনি তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন। বেবিবাম্প নিয়ে তাঁর উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিনি এসেছিলেন সম্পূর্ণ কালো পোশাকে, পাশে ছিলেন স্বামী র্যাপার অ্যাসাপ রকি, যিনি কালো পোশাকেই নজর কাড়েন।
এছাড়াও আলো ছড়ান:
-
ডেমি মুর, আকর্ষণীয় ও অভিজাত পোশাকে
-
চ্যাপেল রোন, গত বছরের অন্যতম আলোচিত গায়িকা
-
কাইলি জেনার, কার্দাশিয়ান পরিবারের প্রতিনিধি হিসেবে
-
সাবরিনা কার্পেন্টার, হালের জনপ্রিয় তরুণ গায়িকা
-
চার্লি এক্সসিএক্স, ব্রিটিশ গায়িকা হিসেবে নজর কাড়েন
-
জেনডায়া, সাদা পোশাকে মোহময় উপস্থিতি
-
লিসা, ব্ল্যাকপিংকের জনপ্রিয় কোরিয়ান গায়িকা
-
কিয়ারা আদভানি, ভারতের জনপ্রিয় অভিনেত্রী; তিনিও রয়েছেন প্রথম সন্তানের অপেক্ষায় এবং বেবিবাম্প নিয়েই অংশ নিয়েছেন এই আয়োজনে
মেট গালায় কে কী পরেছিলেন, কার স্টাইল কেমন ছিল—তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে অনলাইন দুনিয়ায়।