Dhaka 4:28 pm, Sunday, 25 May 2025

১৫ বছর বয়সে হেনস্তার

১৫ বছর বয়সে মন্দিরের মধ্যে হেনস্তার শিকার ।

মাত্র ১৫ বছর বয়সে মন্দিরের মধ্যে হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন তিনি। বলিউডের অতি পরিচিত মুখ অদিতি। মার্জিত ভাবমূর্তির জন্য তার অনুরাগীর সংখ্যাও অনেক। তাই বর্তমানে তার এখন শক্ত ভিত বলিউডে। কিন্তু একটা সময়ে চারপাশে কোনো নিরাপত্তারক্ষী থাকতো না। আর পাঁচজন সাধারণ নারীর মতোই ছিল তার যাতায়াত। তাই রাস্তাঘাটে আপত্তিকর ইঙ্গিতের অভিজ্ঞতা তারও হয়েছে। কেরালার একটি মন্দিরে গিয়েছিলেন অদিতি।

সেই মন্দিরের একটি নিয়ম ছিল যে, শাড়ি পরেই নারীদের সেখানে প্রবেশ করতে হবে। কিন্তু মন্দিরের মতো স্থানে হেনস্তার ঘটনা আজও তাড়া করে বেড়ায় অদিতিকে। তিনি বলেন, আমার তখন মাত্র ১৫ বছর বয়স। কেরালার একটি মন্দিরে গিয়েছিলাম। আমরা সকলেই শাড়ি পরে মন্দিরে পুজো দেয়ার জন্য লাইনে দাঁড়াই। হঠাৎ মনে হলো কেউ আমার শরীরে হাত দিচ্ছে। পর পর তিন-চারবার সেই স্পর্শ অনুভব করলাম। হেনস্তাকারীকে সেইদিন কীভাবে শায়েস্তা করেছিলেন- সেটাও জানান অভিনেত্রী। অদিতির কথায়, আমি সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকাই এবং লোকটার হাত চেপে ধরি। তারপর ওর গালে কষিয়ে চড় মারি। লোকটা ভয় পেয়ে বলতে শুরু করে, কী করেছি আমি! লোকটাকে সেইদিন এমন শিক্ষা দিয়েছিলাম ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

১৫ বছর বয়সে হেনস্তার

Update Time : 11:59:29 am, Sunday, 25 May 2025

মাত্র ১৫ বছর বয়সে মন্দিরের মধ্যে হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন তিনি। বলিউডের অতি পরিচিত মুখ অদিতি। মার্জিত ভাবমূর্তির জন্য তার অনুরাগীর সংখ্যাও অনেক। তাই বর্তমানে তার এখন শক্ত ভিত বলিউডে। কিন্তু একটা সময়ে চারপাশে কোনো নিরাপত্তারক্ষী থাকতো না। আর পাঁচজন সাধারণ নারীর মতোই ছিল তার যাতায়াত। তাই রাস্তাঘাটে আপত্তিকর ইঙ্গিতের অভিজ্ঞতা তারও হয়েছে। কেরালার একটি মন্দিরে গিয়েছিলেন অদিতি।

সেই মন্দিরের একটি নিয়ম ছিল যে, শাড়ি পরেই নারীদের সেখানে প্রবেশ করতে হবে। কিন্তু মন্দিরের মতো স্থানে হেনস্তার ঘটনা আজও তাড়া করে বেড়ায় অদিতিকে। তিনি বলেন, আমার তখন মাত্র ১৫ বছর বয়স। কেরালার একটি মন্দিরে গিয়েছিলাম। আমরা সকলেই শাড়ি পরে মন্দিরে পুজো দেয়ার জন্য লাইনে দাঁড়াই। হঠাৎ মনে হলো কেউ আমার শরীরে হাত দিচ্ছে। পর পর তিন-চারবার সেই স্পর্শ অনুভব করলাম। হেনস্তাকারীকে সেইদিন কীভাবে শায়েস্তা করেছিলেন- সেটাও জানান অভিনেত্রী। অদিতির কথায়, আমি সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকাই এবং লোকটার হাত চেপে ধরি। তারপর ওর গালে কষিয়ে চড় মারি। লোকটা ভয় পেয়ে বলতে শুরু করে, কী করেছি আমি! লোকটাকে সেইদিন এমন শিক্ষা দিয়েছিলাম ।