Dhaka 3:06 am, Tuesday, 25 March 2025

রাশিয়ার সম্পদ জব্দ করল যুক্তরাজ্য

৩২ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ জব্দ

তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্য রাশিয়ার ৩২ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ জব্দ করেছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার। আজ শনিবার (২২ মার্চ) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেনে হামলার শুরুর পর থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত যুক্তরাজ্য দেশটির দুই হাজার একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এমা রেনল্ডস বলেছেন, যুক্তরাজ্য ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রাশিয়ান সম্পদ জব্দ করেছে এবং আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে আমরা রাশিয়াকে ৪০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ থেকে বঞ্চিত করেছি, যা রাশিয়ার চার বছরের সামরিক ব্যয়ের সমান।

গত ফেব্রুয়ারিতে সংঘাতের তৃতীয় বার্ষিকীতে যুক্তরাজ্য-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তাকারীদের বিরুদ্ধে ১০০টিরও বেশি নিষেধাজ্ঞা দিয়েছে।নিষেধাজ্ঞাগুলো পুতিন ও তার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নগদ অর্থ ও সম্পত্তি প্রাপ্যতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো এখনো ওই সম্পদের নিয়ন্ত্রণ নিতে একমত হয়নি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনের প্রতি সমর্থন জোগাড়ের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

রাশিয়ার সম্পদ জব্দ করল যুক্তরাজ্য

Update Time : 01:08:43 pm, Sunday, 23 March 2025

তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্য রাশিয়ার ৩২ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ জব্দ করেছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার। আজ শনিবার (২২ মার্চ) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেনে হামলার শুরুর পর থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত যুক্তরাজ্য দেশটির দুই হাজার একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এমা রেনল্ডস বলেছেন, যুক্তরাজ্য ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রাশিয়ান সম্পদ জব্দ করেছে এবং আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে আমরা রাশিয়াকে ৪০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ থেকে বঞ্চিত করেছি, যা রাশিয়ার চার বছরের সামরিক ব্যয়ের সমান।

গত ফেব্রুয়ারিতে সংঘাতের তৃতীয় বার্ষিকীতে যুক্তরাজ্য-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তাকারীদের বিরুদ্ধে ১০০টিরও বেশি নিষেধাজ্ঞা দিয়েছে।নিষেধাজ্ঞাগুলো পুতিন ও তার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নগদ অর্থ ও সম্পত্তি প্রাপ্যতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো এখনো ওই সম্পদের নিয়ন্ত্রণ নিতে একমত হয়নি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনের প্রতি সমর্থন জোগাড়ের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।