Dhaka 4:35 am, Saturday, 24 May 2025

দুই গোলে এগিয়ে থেকেও ব্যর্থ আর্সেনাল

এদিন সফরকারীদের গোলের দিকে ১৮টি শট নেয় স্বাগতিকরা,
যার মধ্যে
লক্ষ্যে রাখতে পারে ৬টি। ভিলার গোল অভিমুখের ৮টি শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। ৩৫তম মিনিটে
পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। মাঠের বা প্রান্ত থেকে
লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাড়ানো
বল ট্যাপ ইন করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ভিলার আর্জেন্টাইন গোলকিপার তা ফিরিয়ে
দিলেও ততক্ষণে বল অতিক্রম করে ফেলে গোললাইন। এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে
টাইব্রেকারে হারের দিন বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন কাই হাভার্টজ। এমনকি টাইব্রেকারের পেনাল্টিটাও মিস করে বসলে সম্মুখীন হন তীব্র সমালোচনার। মাঠে ফিরে
৫৫তম মিনিটে ট্রোসার্ডের ক্রস থেকে দারুণভাবে দলের ব্যবধান বাড়ান এই জার্মান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল তার ১৩তম গোল। এই
গোলের পরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৬০ থেকে ৬৮ মিনিটের মধ্যে দুই গোলে
সমতায় ফেরে ভিলা। এরপর মরিয়া হয়ে গোলের খোঁজ করছিল স্বাগতিকরা। ৮৭তম
মিনিটে মিকেল মেরিনোর শট জালে জড়ালেও মাঝপথে হ্যান্ডবল করে বসেন হাভার্টজ।
ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় সেটি। যোগ করা সময়েও আক্রমণ চালিয়ে সফলতা
পায়নি গানাররা। শেষপর্যন্ত ২-২ সমতায় পয়েন্ট ভাগ করে নেয় দুদল। এই ড্রয়ে ২২
ম্যাচ পর ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে অবস্থান আর্সেনালের।
ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ তিন ম্যাচে দ্বিতীয়বার পয়েন্ট খোয়ালো  আর্সেনাল।
বিরতির পরও দুই গোলে এগিয়ে ছিল জায়ান্টরা। তবে আট মিনিটের ব্যবধানে দুই গোলে সমতায় ফেরে অ্যাস্টন ভিলা। ২-২ গোলের ব্যবধানে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুদল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে ভিলাকে আতিথেয়তা দেয় আর্সেনাল। এদিন সফরকারীদের গোলের দিকে ১৮টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৬টি। ভিলার গোল অভিমুখের ৮টি শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। ৩৫তম মিনিটে
পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। মাঠের বা প্রান্ত থেকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাড়ানো বল ট্যাপ ইন করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ভিলার আর্জেন্টাইন গোলকিপার তা ফিরিয়ে
দিলেও ততক্ষণে বল অতিক্রম করে ফেলে গোললাইন। এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০
ব্যবধানে বিরতিতে যায় দুদল। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে
টাইব্রেকারে হারের দিন বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন কাই হাভার্টজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দুই গোলে এগিয়ে থেকেও ব্যর্থ আর্সেনাল

Update Time : 12:48:14 pm, Sunday, 19 January 2025
এদিন সফরকারীদের গোলের দিকে ১৮টি শট নেয় স্বাগতিকরা,
যার মধ্যে
লক্ষ্যে রাখতে পারে ৬টি। ভিলার গোল অভিমুখের ৮টি শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। ৩৫তম মিনিটে
পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। মাঠের বা প্রান্ত থেকে
লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাড়ানো
বল ট্যাপ ইন করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ভিলার আর্জেন্টাইন গোলকিপার তা ফিরিয়ে
দিলেও ততক্ষণে বল অতিক্রম করে ফেলে গোললাইন। এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে
টাইব্রেকারে হারের দিন বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন কাই হাভার্টজ। এমনকি টাইব্রেকারের পেনাল্টিটাও মিস করে বসলে সম্মুখীন হন তীব্র সমালোচনার। মাঠে ফিরে
৫৫তম মিনিটে ট্রোসার্ডের ক্রস থেকে দারুণভাবে দলের ব্যবধান বাড়ান এই জার্মান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল তার ১৩তম গোল। এই
গোলের পরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৬০ থেকে ৬৮ মিনিটের মধ্যে দুই গোলে
সমতায় ফেরে ভিলা। এরপর মরিয়া হয়ে গোলের খোঁজ করছিল স্বাগতিকরা। ৮৭তম
মিনিটে মিকেল মেরিনোর শট জালে জড়ালেও মাঝপথে হ্যান্ডবল করে বসেন হাভার্টজ।
ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় সেটি। যোগ করা সময়েও আক্রমণ চালিয়ে সফলতা
পায়নি গানাররা। শেষপর্যন্ত ২-২ সমতায় পয়েন্ট ভাগ করে নেয় দুদল। এই ড্রয়ে ২২
ম্যাচ পর ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে অবস্থান আর্সেনালের।
ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ তিন ম্যাচে দ্বিতীয়বার পয়েন্ট খোয়ালো  আর্সেনাল।
বিরতির পরও দুই গোলে এগিয়ে ছিল জায়ান্টরা। তবে আট মিনিটের ব্যবধানে দুই গোলে সমতায় ফেরে অ্যাস্টন ভিলা। ২-২ গোলের ব্যবধানে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুদল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে ভিলাকে আতিথেয়তা দেয় আর্সেনাল। এদিন সফরকারীদের গোলের দিকে ১৮টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৬টি। ভিলার গোল অভিমুখের ৮টি শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। ৩৫তম মিনিটে
পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। মাঠের বা প্রান্ত থেকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের বাড়ানো বল ট্যাপ ইন করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ভিলার আর্জেন্টাইন গোলকিপার তা ফিরিয়ে
দিলেও ততক্ষণে বল অতিক্রম করে ফেলে গোললাইন। এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০
ব্যবধানে বিরতিতে যায় দুদল। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে
টাইব্রেকারে হারের দিন বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন কাই হাভার্টজ।