
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. বাবু ওরফে টান্নু (৩৫) ও মো. বাবর হাসান (৩০) নামের দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, শুক্রবার রাতে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা ও ২ ক্যান বিয়ারসহ তাদের গ্রেফতার করা হয়।
আরও বলা হয়, কয়েকজন কারবারি মাদকদ্রব্য নিয়ে জেনেভা ক্যাম্পে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, তা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাব-২ এর একটি দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেয়া তথ্য মতে ২টি বস্তার মধ্যে ২২ কেজি গাঁজা ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে নানা কৌশলে মাদকদ্রব্য ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন তারা।