
নওগাঁর মহাদেবপুরে সাবিনা খাতুনের (৩৭) রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
নিহত সাবিনা খাতুন মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের বাসিন্দা। গত ১৫ ডিসেম্বর দিবাগত রাতে সাবিনার মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন হোসেন (৩৫), রাকিব হোসেন (২৫) ও ইমরান হোসেন (২৯)।নওগাঁ জেলা পুলিশ সুপার বলেন, হত্যাকারীরা সাবিনা খাতুনের মরদেহ একই এলাকার জমির পাশে কালভার্টের নিচে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ফেলে রেখে যায়।
প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।